শোকের মাসে বঙ্গবন্ধুর সমাধিতে চাঁদপুর প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি


আগস্ট মাস শোকের মাস। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধি সৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ। গতকাল ২৫ আগস্ট রোববার দুপুরে প্রেসক্লাব নেতৃবৃন্দ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধের সামনে দাঁড়িয়ে জাতির পিতাসহ তাঁর পরিবারের নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। পরে তাঁর সমাধি সৌধে নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। প্রেসক্লাব নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর কবর জিয়ারত শেষে গ্রন্থাগার ও জাদুঘর, মসজিদসহ আশপাশের বিভিন্ন স্থান ঘুরে দেখেন।
এ সফর কর্মসূচিতে চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শহীদ পাটোয়ারী, সাবেক সভাপতি কাজী শাহাদাত, গোলাম কিবরিয়া জীবন, শরীফ চৌধুরী, ইকবাল হোসেন পাটওয়ারী, সহ-সভাপতি গিয়াস উদ্দিন মিলন, রহিম বাদশা, জিএম শাহিন, সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, সাংগঠনিক সম্পাদক মোঃ মোরশেদ আলম, দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান সুমন, ক্রীড়া সম্পাদক অ্যাডঃ চৌধুরী ইয়াসিন আরাফাত, প্রচার সম্পাদক শাহাদাত হোসেন শান্ত, লাইব্রেরী সম্পাদক হাসান মাহমুদ, আন্তর্জাতিক সম্পাদক হাবিবুর রহমান, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক রিয়াদ ফেরদৌস, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইব্রাহিম রনি, সমাজকল্যাণ সম্পাদক মুনওয়ার কানন, সাধারণ সদস্য ফারুক আহম্মেদ, ওয়াদুদ রানা, আব্দুস সালাম জুয়েল, তালহা যুবায়ের, এমআর ইসলাম বাবু, মাজহারুল ইসলাম অনিকসহ আরো অনেকে অংশ নেন। বিকেল ৫টায় তাঁরা চাঁদপুরের উদ্দেশ্য রওনা করেন।