• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তর প্রেসক্লাবের জরুরি সভায় ক্ষোভ ও নিন্দা

প্রকাশ:  ১৩ মে ২০১৯, ১৪:৩৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব উত্তর প্রেসক্লাবের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। গত ১২ মে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মাহবুব আলম লাভলু। ক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খোকনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি শামসুজ্জামান ডলার, যুগ্ম-সম্পাদক জহিরুল হাসান মিন্টু, প্রচার সম্পাদক শাইদুর রহমান শিবলু, কোষাধ্যক্ষ নূরে আলম নূরী, দপ্তর সম্পাদক লিয়াকত হোসেন রাফেদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নাঈম মিয়াজী, শিক্ষা ও ধর্ম বিষয়ক সম্পাদক শাহ মোঃ জহির, কার্যকরী সদস্য আল-আমিন ঢালী, সাংবাদিক আল-আমিন মিয়াজী প্রমুখ।
সভায় মতলব উত্তর প্রেসক্লাবের ক’জন সদস্য শৃঙ্খলা ভঙ্গ করে এই প্রেসক্লাবের নাম ব্যবহার করায় এবং  পুরানো ক’জন সদস্য অসাংগঠনিক নতুন এই কমিটিতে তাদের নাম দেয়ায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়। নতুন কমিটি গঠনকারীরা (প্রেসক্লাবের সদস্য) আগামী ১৮ মের মধ্যে কারণ দর্শাতে না পারলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাগ্রহণ করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় মতলব উত্তর প্রেসক্লাবের সদস্য হতে আগ্রহীদের আগামী ১৬মে ২০১৯ তারিখের মধ্যে পত্রিকার আইডি কার্ডের ফটোকপি সহ সভাপতি মাহবুব আলম লাভলু বরাবর আবেদন পৌঁছানোর জন্যে অনুরোধ করা হয়েছে।
আগামী ক’দিনের মধ্যে এই প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠনের বিষয়ে উক্ত সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

 

সর্বাধিক পঠিত