• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ইংল্যান্ডের মানবাধিকার কনফারেন্সে অ্যাডঃ শেখ সালাহউদ্দিনের যোগদান

প্রকাশ:  ০৫ এপ্রিল ২০১৯, ১২:১৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডঃ শেখ সালাহউদ্দিন আহমেদ ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক মানবাধিকার কনফারেন্সে যোগ দিয়েছেন। সেখানে তাকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন একাডেমিক্সেরার পক্ষ থেকে মানবাধিকার সংগঠক হিসেবে সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
বাংলাদেশ থেকে অ্যাডঃ শেখ সালাহউদ্দিন আহমেদ ছাড়াও কনফারেন্সে বাংলাদেশ সুপ্রীম কোর্টের অ্যাডঃ শাহ আলম ইকবাল, অ্যাডঃ মোহাম্মদ জগলুল কবির, অ্যাডঃ এমএ হাসিম, অ্যাডঃ মোহাম্মদ আলমগীর, অ্যাডঃ ড. মুন্সী মোঃ শাহজাহান ও ঢাকা জজ কোর্টের অ্যাডঃ আয়েশা খাতুন পপি অংশগ্রহণ করেন।
অ্যাডঃ শেখ সালাহউদ্দিন আহমেদ এর আগেও বেশ কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সেমিনারে বিভিন্ন সময়ে অংশগ্রহণ করেন।
অ্যাডঃ শেখ সালাহউদ্দিন আহমেদ একজন গবেষক, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও মানবাধিকার সংগঠক। তিনি সমসাময়িক ভাবনা, উন্নয়ন, নারী নির্যাতন প্রতিরোধে ও দেশের রাজনীতি নিয়ে মিডিয়াতে সব সময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন।