• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

দৈনিক একাত্তর কণ্ঠ পত্রিকার অনুমোদন লাভ

প্রকাশ:  ০৯ মার্চ ২০১৯, ০৯:০১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরে নতুন দৈনিক হিসেবে ‘দৈনিক একাত্তর কণ্ঠ’ অনুমোদন লাভ করেছে। গত বৃহস্পতিবার সকালে চাঁদপুর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে পত্রিকার ঘোষণাপত্র সম্পাদন এবং অনুমোদন প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একাত্তর ফাউন্ডেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক সাংবাদিক জিয়াউর রহমান বেলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান। আরো বক্তব্য রাখেন লোকগবেষক প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন, চাঁদপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডঃ রণজিত রায় চৌধুরী ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কালাম চিশ্তী।
    উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ শাখার সহকারী কমিশনার মোঃ সাইফুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোরশেদ আলম, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, বিশিষ্ট চিকিৎসক মোঃ শফিউল্লাহ প্রমুখ।
    পরে চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাজেদুর রহমান খান দৈনিক একাত্তর কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা, মালিক, মুদ্রাকর, প্রকাশক সম্পাদক হিসেবে কাজী মাহমুদ জিয়াউর রহমান বেলালের হাতে পত্রিকার ঘোষণাপত্র এবং অনুমোদনপত্র তুলে দেন।

 

সর্বাধিক পঠিত