• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর প্রবাহের প্রতিষ্ঠাতা মরহুম একেএম শফিক উল্লাহ সরকার স্মরণে আলোচনা সভায় বক্তারা

চাঁদপুরের সর্বস্তরের মানুষের প্রিয় ছিলেন শফিক উল্যা সরকার

প্রকাশ:  ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 দৈনিক চাঁদপুর প্রবাহের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মরহুম আলহাজ¦ একেএম শফিক উল্যা সরকার স্মরণে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে চাঁদপুর প্রবাহ কার্যালয়ে মরহুমের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, মরহুম শফিক উল্যা সরকার ছিলেন একাধারে একজন সফল রাজনীতিবিদ, সমাজসেবক, ব্যবসায়ী, শিক্ষানুরাগী, ক্রীড়া সংগঠক, সাংবাদিক ও সংস্কৃতিবান্ধব মানুষ। তিনি সবসময় অসহায় মানুষের পাশে থাকতেন। তিনি তাঁর জীবদ্দশায় সর্বস্তরের মানুষের উপকার করে গেছেন। শফিক সরকারের কাছে কোনো মানুষ সহযোগিতার জন্যে আসলে তিনি সর্বাত্মক চেষ্টা করতেন। তিনি তাঁর এলাকায় স্কুল ও কলেজ এবং ধর্মীয় ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। বিশেষ করে চাঁদপুরের ক্রীড়াঙ্গনে তাঁর অনেক অবদান ছিলো। তিনি একজন ক্রীড়াপ্রেমী মানুষ ছিলেন। এক কথায় বলা চলে, চাঁদপুরের সর্বস্তরের মানুষের প্রিয় ছিলেন শফিক উল্যা সরকার।
    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটোয়ারী। সভাপতিত্ব করেন দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা। বক্তব্য রাখেন  চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান, বর্তমান সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, সাবেক সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মিলন ও জিএম শাহীন, দৈনিক চাঁদপুর দিগন্তের সম্পাদক ও প্রকাশক অ্যাডঃ শাহজাহান মিয়া, দৈনিক ইলশেপাড়ের প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা অ্যাডঃ জসিম উদ্দিন পাটওয়ারী, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও চাঁদপুর প্রবাহের বার্তা সম্পাদক আল ইমরান শোভন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, চাঁদপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একে আজাদ, সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, চাঁদপুর প্রবাহের সিনিয়র সাব-এডিটর মোরশেদ আলম ও মরহুম শফিক উল্যা সরকারের সন্তান শাহরিয়ার বিন শফিক নিলয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন চাঁদপুর প্রবাহের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ। আলোচনা সভাশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন করিম পাটওয়ারী বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আবদুস সালাম। দৈনিক চাঁদপর প্রবাহ আয়োজিত এ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলো মরহুম একেএম শফিক উল্যা সরকার ফাউন্ডেশন।

 

সর্বাধিক পঠিত