• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলমের শাশুড়ির ইন্তেকাল

প্রকাশ:  ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলমের শাশুড়ি আশরাফুন্নেছা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.....রাজেউন)। তিনি গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কচুয়া উপজেলার পালগিরী গ্রামের নিজ বাড়িতে হৃদক্রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ১ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
    মরহুমার জ্যেষ্ঠ সন্তান অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (জীবন বীমা কর্পোরেশন) ডাঃ মোঃ আমিনুল ইসলাম বিষয়টি মোবাইলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে আমি ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়েছি। বাড়ি পৌঁছে সময় নির্ধারণ করে কাল (আজ) সোমবার জানাজা শেষে লাশ দাফন করা হবে। গত ১৯ জানুয়ারি মরহুমার স্বামী বিশিষ্ট সমাজসেবক ও সাবেক কৃষি কর্মকর্তা আলহাজ্ব আব্দুল লতিফ মিয়া বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। স্বামীর মৃত্যুর ১৫ দিন পর তিনিও পৃথিবী থেকে চলে গেলেন।
কচুয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
    দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলমের শাশুড়ি আশরাফুন্নেছা বেগমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ রাকিবুল হাসান, সিনিয়র সহ-সভাপতি আতাউল করিম, সহ-সভাপতি আফাজ উদ্দিন মানিক, সাধারণ সম্পাদক, দৈনিক যুগান্তরের কচুয়া প্রতিনিধি জিসান আহমেদ নান্নু, সাবেক সভাপতি আবুল হোসেন, প্রিয়তোষ পোদ্দারসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

 

সর্বাধিক পঠিত