• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলব দক্ষিণে তথ্য কমিশনার সুরাইয়া বেগম

তথ্য অধিকার আইনে তথ্য প্রদান করা বাধ্যতামূলক

প্রকাশ:  ৩১ জানুয়ারি ২০১৯, ১০:৪৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ জানুয়ারি বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য কমিশনার সুরাইয়া বেগম এনডিসি। তিনি তাঁর বক্তব্যে বলেন, তথ্য অধিকার আইনে আমাদেরকে বাধ্যতামূলক তথ্য প্রদান করতে হবে। শুধুমাত্র রাষ্ট্রের ক্ষতি হবে বা সরকারের ভাবমূর্তি ক্ষুণœ হবে এরকম তথ্য দেয়া যাবে না। এই আইনের দ্বারা জনগণকে ক্ষমতা দেয়া হয়েছে।
    তিনি আরও বলেন, নির্দিষ্ট ফরমে আবেদন করার ক্ষেত্রে জনগণ সকল তথ্য পাবেন। সেক্ষেত্রে নির্ধারিত কর্মদিবসের মধ্যে তথ্য পাবেন। তিনি তথ্য অধিকার আইন সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরেন।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলামের সভাপ্রধানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান, সিনিয়র সহকারী সচিব হেদায়েত উল্লাহ ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার। সভায় মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেওয়ান মোঃ রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কিশোর কুমার ঘোষ, মতলব প্রেসক্লাবের সভাপতি রোটাঃ গোলাম সারওয়ার সেলিম, সাধারণ সম্পাদক রোটাঃ শ্যামল চন্দ্র দাসসহ উপজেলার কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সর্বাধিক পঠিত