মতলব প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়


মতলব প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে গত ২৮ জানুয়ারি বিকেলে তাৎক্ষণিক মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল মতবিনিময় করেন। তিনি সাংবাদিকদেরকে শুভেচ্ছা জানিয়ে বলেন, জাতীয় পুলিশ সেবা সপ্তাহ চলছে। ২৯ জানুয়ারি মতলব দক্ষিণ থানার উদ্যোগে পুলিশ সেবা সপ্তাহ পালন শুরু হবে। এজন্যে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। তিনি বলেন, সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজের উন্নয়ন করা সম্ভব।
মতলব প্রেসক্লাবের সভাপতি রোটাঃ গোলাম সারওয়ার সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটাঃ শ্যামল চন্দ্র দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, মতলব প্রেসক্লাবের সহ-সভাপতি রোকনুজ্জামান রোকন, নিমাই ঘোষ, আকতার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজ মল্লিক, কোষাধ্যক্ষ রেদওয়ান আহমেদ জাকির, প্রচার সম্পাদক আব্দুল মান্নান, ক্রীড়া সম্পাদক শিব শংকর দাস, দৈনিক ইলশেপাড়ের মতলব দক্ষিণ প্রতিনিধি মেহেদী হাসান সরকারসহ অন্য সাংবাদিকবৃন্দ।