পত্রিকা বিলিকারক আবু আইয়ুব খানের অকাল মৃত্যু
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০১৯, ০৯:২৪
নিজস্ব প্রতিবেদক


চাঁদপুর শহরের সাবেক পত্রিকা বিলিকারক মোঃ আবু আইয়ুব খান (৩১) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দু কন্যা সন্তানসহ গুণগ্রাহী রেখে গেছেন।
স্বজনরা জানিয়েছেন, গতকাল ২৭ জানুয়ারি রোববার দুপুর দেড়টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে শহরের বেলভিউ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। সন্ধ্যায় মমিনপাড়া সব্দারখান বাড়ির সামনে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চাঁদপুর প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক ইকবাল হোসেন পাটোয়ারী।