• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলবের জনপদ পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৯ম বর্ষে পদার্পণ অনুষ্ঠান

শেখ হাসিনা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সর্বোচ্চ স্বাধীনতা প্রদান করেছেন : অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি

প্রকাশ:  ১২ জানুয়ারি ২০১৯, ১৩:৪৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডঃ নূরুল আমিন রুহুল বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সর্বোচ্চ স্বাধীনতা প্রদান করেছেন। সাংবাদিকরা হচ্ছেন জাতির বিবেক। সাংবাদিকদের লিখনির মাধ্যমেই দেশ ও সমাজের উন্নয়ন করা সম্ভব। তিনি আরো বলেন, মতলবের জনপদ পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকার কলাকুশলীসহ সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। পত্রিকাটি আগামীদিনের পথচলায় এগিয়ে যাবেÑএ কামনাই করছি। এ পত্রিকাটির সার্বিক ক্ষেত্রে আমার সহযোগিতা থাকবে। গত ১০ জানুয়ারি সাপ্তাহিক মতলবের জনপদ পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৯ম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
    পত্রিকার সম্পাদক ও প্রকাশক রোটাঃ শ্যামল চন্দ্র দাসের সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কাশেম পাটওয়ারী। পবিত্র কোরআন তেলাওয়াত করেন আলহাজ্ব সাদিকুজ্জামান কাঞ্চন মোল্লা ও গীতা পাঠ করেন শিব শংকর দাস।
    উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেওয়ান মোঃ রেজাউল করিম, কাজল ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক এমএ আজিজ বাবুল, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, সাইফুল ইসলাম টিপু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাউন্সিলর কিশোর কুমার ঘোষ, উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ জহির সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহিদ উল্লাহ সায়েদ, কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল, উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হানিফ চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক চন্দন সাহা, বাদল নন্দী, আল এমরান চৌধুরী, গোলাম মোস্তফা, আতাউর রহমান ভিপি, দেওয়ান মোঃ পারভেজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অ্যাডঃ মোঃ শাহ আলম ফরাজী, উপাদী দক্ষিণ ইউপির চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমুখ।

 

সর্বাধিক পঠিত