• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় ২০১৯ সালের কমিটি অনুমোদন

সভাপতি শহীদ পাটোয়ারী সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর

প্রকাশ:  ২৬ ডিসেম্বর ২০১৮, ১৩:২৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেসক্লাবের ২০১৮ সালের বার্ষিক সাধারণ সভা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সভার শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত আনন্দঘন পরিবেশে সভা শেষ হয়েছে। এ সভায় ২০১৯ সালের জন্যে ৩৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি অনুমোদন হয়। সমঝোতা কমিটির মাধ্যমে গঠিত এ পরিষদের সভাপতি নির্বাচিত হন দৈনিক চাঁদপুর বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক শহীদ পাটোয়ারী। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হন দেশ টিভির জেলা প্রতিনিধি লক্ষ্মণ চন্দ্র সূত্রধর। সভার শেষ পর্যায়ে এসে ২০১৯ সালের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন প্রেসক্লাবের সমঝোতা কমিটির অন্যতম কর্ণধার কাজী শাহাদাত। তাঁর ঘোষণার সাথে সাথে উপস্থিত সকলে করতালি দিয়ে কমিটিকে সমর্থন জানান।
গতকাল মঙ্গলবার  সকাল ১১টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোঃ ইকবাল হোসেন পাটওয়ারী। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মির্জা জাকিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাসান মাহমুদ। এরপর প্রেসক্লাবের সদস্যদের মধ্যে যাদের বাবা-মা ও আত্মীয়-স্বজন মারা গেছেন তাঁদের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এএইচএম আহসান উল্লাহ্। দোয়া ও মোনাজাতের পর সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী স্বাগত বক্তব্য রাখেন। এরপর সাধারণ সম্পাদক মির্জা জাকির বার্ষিক প্রতিবেদন পাঠ করেন। বর্তমান পর্ষদের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এম এ লতিফ। সাধারণ সম্পাদকের উপস্থাপিত বার্ষিক প্রতিবেদন এবং আয়-ব্যয়ের উপর উপস্থিত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়া প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়ন এবং সাংবাদিকদের আর্থসামাজিক উন্নয়ন বিষয়েও বক্তারা বক্তব্য রাখেন। সভায় সর্বসম্মতভাবে সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন এবং বার্ষিক আয়-ব্যয়ের প্রতিবেদন অনুমোদন হয়। সবশেষে নবনির্বাচিত সভাপতি শহীদ পাটোয়ারী ও সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধরকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক।
বার্ষিক এ সাধারণ সভায় উল্লেখযোগ্য সংখ্যক সদস্য বক্তব্য রাখেন। এঁরা হচ্ছেন- চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ¦ অ্যাডঃ ইকবাল-বিন-বাশার, ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, গোলাম কিবরিয়া জীবন, অধ্যক্ষ জালাল চৌধুরী, শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, শহীদ পাটোয়ারী, বিএম হান্নান, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, রহিম বাদশা, সোহেল রুশদী, সদস্য অধ্যাপক দেলোয়ার আহমেদ, আব্দুর রহমান, দপ্তর সম্পাদক রিয়াদ ফেরদৌস, প্রচার সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান সুমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইব্রাহিম রনি, আপ্যায়ন সম্পাদক মোঃ জাকির হোসেন, কার্যকরী সদস্য শাহাদাত হোসেন শান্ত, সাধারণ সদস্য রোকনুজ্জামান রোকন, শওকত আলী, আনোয়ার হাবিব কাজল প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আহসানুজ্জামান মন্টু, প্রতিষ্ঠাতা সদস্য শংকর চন্দ্র দে, সদস্য শ্যামাপদ দাস ভুলুসহ কার্যকরী কমিটির সকল সদস্য, সম্মানিত সদস্য ও আজীবন সদস্যগণ।