• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ডুবো চরে আটকে গেলো ঢাকা-চাঁদপুরগামী লঞ্চ

প্রকাশ:  ০২ নভেম্বর ২০২৫, ০৯:১৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ডুবো চরে আটকে গেলো ঢাকা-চাঁদপুরগামী বোগদাদিয়া-৭ লঞ্চ। প্রায় দুই শতাধিক যাত্রী নিয়ে চাঁদপুর থেকে ছেড়ে আসা বোগদাদিয়া-৭ লঞ্চ গজারিয়া লঞ্চঘাটের উত্তর পাশের ডুবোচরে আটকে পড়ার ঘটনা ঘটেছে। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার (১ নভেম্বর ২০২৫) রাত ১১টায় লঞ্চ ডুবোচরে আটকে থাকার তথ্য নিশ্চিত করেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপ-পরিচালক বাবু লাল বৈদ্য।
বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, বিকেল ৫টায় ঢাকার উদ্দেশে চাঁদপুর লঞ্চঘাট থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে ছেড়ে যায় বোগদাদিয়া-৭ লঞ্চটি। পরে রাত ৮টায় ঝড়ের কবলে ও ঘনকুয়াশায় গজারিয়া লঞ্চঘাটের উত্তর পাশের ডুবোচরে আটকা পড়ে লঞ্চটি। এতে লঞ্চে থাকা যাত্রীরা ডাকাত আতঙ্ক ও নানা ভয়ে থাকার খবর পেয়ে ২টি লঞ্চের মাধ্যমে তাদের উদ্ধার করা হয়।
এ বিষয়ে বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক বাবু লাল বৈদ্য বলেন, রাত ৯টার পর চাঁদপুর লঞ্চঘাট থেকে এমভি ইমাম হাসান-৫ লঞ্চ এবং ঢাকা থেকে ছেড়ে আসা বোগদাদিয়া-৮ লঞ্চ এসে যাত্রীদের নিরাপদে সরিয়ে নিয়েছে। এতে কোনো হতাহত বা ক্ষয়-ক্ষতি হয়নি। 
তিনি আরও বলেন, বোগদাদিয়া-৭ লঞ্চটি এখনো ডুবোচরে আটকে রয়েছে। জোয়ার এলে ডুবোচর থেকে নামানোর কাজ শুরু হবে। আমরা নৌপুলিশকে লঞ্চটির নিরাপত্তা দেওয়ার কথা জানিয়েছি। 

সর্বাধিক পঠিত