• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২
  • ||
  • আর্কাইভ

সাদাপাথর কেলেঙ্কারিতে জড়িত কেউই ছাড় পাবে না

প্রকাশ:  ২৩ আগস্ট ২০২৫, ১১:০৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

সাদাপাথর লুটপাটের সঙ্গে যারাই জড়িত, সে যত বড় দলের কিংবা প্রশাসনেরই হোক না কেন— কেউই ছাড় পাবে না। কাউকেই আইনের বাইরে রাখা হবে না বলে সাথ জানিয়ে দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ড. মো. মোখলেস উর রহমান। শুক্রবার সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা পরিদর্শনে গিয়ে এ কথা বলেন। সচিব বলেন, সাদাপাথরসহ অন্যান্য পর্যটনকেন্দ্রকে ঘিরে বিশেষ প্যাকেজ কর্মসূচি নেওয়া হবে, ২৪ ঘণ্টা সিসি ক্যামেরার আওতায় থাকবে সাদাপাথর এলাকা। এসময় তার সাথে খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, জেলা প্রশাসক সারওয়ার আলমসহ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তারা সাদাপাথর ঘুরে দেখেন এবং স্থানীয়দের সাথে কথা বলেন।
সাদাপাথর লুটের ঘটনায় গত ২০ আগস্ট মন্ত্রী পরিষদ বিভাগ পাঁচ সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এদিকে, সাদাপাথর লুটপাটে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৪২ জন রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তির সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে দুদক। তালিকায় বিএনপি, জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগ নেতা-কর্মীরা আছেন। এছাড়াও লুটাপাটে স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবির নিষ্ক্রিয়তা ও সহযোগিতা ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অপরদিকে পাথর লুটপাটে ১৩৭ জনের সম্পৃক্ততা পেয়েছে জেলা প্রশাসন ঘটিত তদন্ত কমিটি। সেইসাথে লুটপাট বন্ধে ১০ টি সুপারিশ করেছে তারা। গত বুধবার বিকেলে ৭ পৃষ্ঠার এ তদন্ত প্রতিবেদন জমা দেন কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ। জানা যায়, গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর এবং রেলওয়ে বাঙ্কারে ব্যাপক লুটপাট চালানো হয়। প্রথমে রাতের আঁধারে হলেও পরে দিনের বেলা প্রকাশ্যে এই লুট চলে। স্থানীয়দের দাবি, এ পর্যন্ত দুটি স্থান থেকে অন্তত ২০০ কোটি টাকার পাথর লুট করা হয়েছে।