বিজ্ঞানমনস্ক জাতি গঠনে প্রয়োজন সময়োপযোগী পরিকল্পনা : অধ্যাপক ড. মাছুমা হাবিব
চাঁবিপ্রবি এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর মাসুমা হাবিব শিক্ষক- শিক্ষার্থীদের উদ্দেশ্যে বললেন, বিজ্ঞানমনস্ক জাতি গঠন করতে হলে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে। আমাদের চিন্তা শক্তিকে আরো বাড়িয়ে দিতে হবে। আইকিউএসি অনেক পরিকল্পনা আছে। গবেষণার বিষয়টি আমরা প্রাধান্য দিচ্ছি। শিক্ষক- শিক্ষার্থীদের মোটিভেশনাল করা একটি সঠিক ধারণা দেওয়া ইউ জি সি আই কিউ এসির মাধ্যমে কাজ করে যাচ্ছে। প্রধান অতিথির বক্তব্য তিনি আরো বলেন, জ্ঞানী হতে হলে প্রতিনিয়ত চাইতে হবে। রাব্বি জিদনি ইলমার মাধ্যমে আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ আমাদের জ্ঞান আরো বাড়িয়ে দাও। অন্যান্য ধর্মেও জ্ঞানের ব্যাপারে একথা বলা হয়েছে। জ্ঞানের ব্যাপারে কবি রবি ঠাকুরের একটি উদ্ধৃতি বলেন তিনি।
ডঃ মাসুমা হাবিব বলেন, আমি খুব সাধারণ ঘরের মেয়ে। নিজে পরিশ্রম করি, অন্য কেউ পরিশ্রম করতে বলি। প্রতিনিয়ত নিজের পড়াটা পড়তে হবে। আমাদের ভিশনটাকে অনেক সামনে রাখতে হবে। তিনি আরো বলেন, তুমি যতই ভালো কাজ কর আশেপাশের মানুষ তোমার ত্রুটি খুঁজে বেড়াবেই। দিন শেষে তারা বলবে ওই বিশ্ববিদ্যালয় ওই সাবজেক্টে পড়তেছ। তাদের কথায় কখনো ঘাবড়াবেনা। তোমার লক্ষ স্থির করে তুমি এগিয়ে যাবে। চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্বন্ধে প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংখ্যা এখন কম। এখনো অনেক কাজ বাকি। তবে আপনারা যে মাননীয় ভিসি স্যার পেয়েছেন। আরে যে চিন্তাশক্তি। আমি বিশ্বাস করি “এই ভাঙ্গা ঘরেই একদিন চাঁদের আলো দেখা যাবে”।
আজকের অনুষ্ঠানে মাননীয় ভিসি স্যার আমার হাতে একটা মানপত্র ধরিয়ে দিলেন না আমাকে অতীতে ফিরিয়ে নিয়ে গেলেন। আমার বাবা সরকারি কর্মকর্তা হিসেবে চাকুরীর জীবনের শেষে এরকম মানপত্র পেয়েছিলেন। উনাদের সময় এ মানপত্রটা খুব কমন বিষয় ছিল। আমার চাকুরী জীবনে এই প্রথম মানপত্র পেয়েছি। যা খুবই ভালো লাগছে। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্সটিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেল কর্তৃক আয়োজিত Role of IQAC in Quality Enhancement in Higher Education Institutes শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এর সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Strategic planning and Quality Assurance ডিভিশন এর পরিচালক ড. দুর্গা রাণী সরকার। কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ। কর্মশালায় সঞ্চালনায় ছিলেন IQAC, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক, মো: বাইজীদ আহম্মেদ রনি। এছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন strategic planning and quality assurance ডিভিশন অতিরিক্ত পরিচালক ইউজিসি আকরাম আলি খান। ইউজিসি উপ পরিচালক, মোরশেদ আলম খন্দকার, ইউজিসি উপ পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনির উল্লাহ, ইউজিসি সহকারী পরিচালক মো: মোস্তাক আহম্মেদ, IQAC, চাবিপ্রবি IQAC সোহেল রানা। চাঁবিপ্রবি অতিরিক্ত পরিচালক মো: জাহিদুল ইসলাম। কোরআন তিলাওয়াত করেন ব্যবসায় প্রশাসন বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থী মাহির আসহাব কবিরএবং গীতা থেকে পাঠ করেন আইসিটি বিভাগের শিক্ষার্থী সৌধ সূত্র ধর।
প্রধান অতিথিকে সম্বোধন করে মানপত্র পাঠের জন্য IQAC এর অতিরিক্ত পরিচালক মো: জাহিদুল ইসলাম স্বাগত বক্তব্য প্রদান করেন চাঁবিপ্রবি IQAC এর পরিচালক সোহেল রানা। কর্মশালায় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন করেন বিশ্ববিদ্যালয় আইটি টিম। কর্মশালার উপর প্রেজেন্টেশন প্রদান করেন ইউজিসির strategic planning and quality assurance Division এর উপ পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনির উল্লাহ। কর্মশালার বিশেষ অতিথি ইউজিসির Strategic planning and quality assurance Division এর সম্মানিত পরিচালক ড. দুর্গা রাণী সরকার। কর্মশালায় সমাপনী বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ ।