• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কমবে রাতের তাপমাত্রা বাড়বে শীতের প্রকোপ

প্রকাশ:  ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আগামী ৭২ ঘণ্টা এবং পরবর্তী সময়ে দিনের তুলনায় রাতের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। এতে সারাদেশে দিনের তুলনায় রাতে শীতের প্রকোপ আরেকটু বাড়তে পারে। সোমবার (২৩ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। পূর্বাভাসে সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপ হিসেবে একই এলাকায় অবস্থান করছে। ক্রমান্বয়ে এটি আরও গুরুত্বহীন হয়ে পড়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

অপরদিকে আগামী ৪৮ ঘণ্টায় সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে আগামী ২৫ ডিসেম্বর (বুধবার) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী আজ ও আগামীকাল সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর পরবর্তী দিন বৃহস্পতিবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এই সময়ের মধ্যে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলেও আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়।