• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ঘন কুয়াশায় চাঁদপুর-শরীয়তপুর ফেরি চলাচল বন্ধ

প্রকাশ:  ০৯ ডিসেম্বর ২০২৪, ১০:২৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

কুয়াশার কারণে আবহাওয়ার ঘনত্ব বেড়ে যাওয়ায় শরীয়তপুর-চাঁদপুর নৌরূটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। সোমবার ৯ ডিসেম্বর সকাল থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন। বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রোববার রাত থেকে নদী ও আশপাশের এলাকাজুড়ে প্রচণ্ড কুয়াশা দেখা দেয়। ধীরে ধীরে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নদীপথে দুর্ঘটনা এড়াতে ভোর ৪টা থেকে এই নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, নদীপথে কুয়াশার কারণে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে কোনো ফেরি নদীতে আটকা পড়েনি। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক রাখা হবে।

সর্বাধিক পঠিত