• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ০৬ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১
  • ||
  • আর্কাইভ

গ্র্যান্ডমাস্টার জিয়া আর নেই

প্রকাশ:  ০৬ জুলাই ২০২৪, ০৯:৩০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

জাতীয় দাবা প্রতিযোগিতায় শুক্রবার মুখোমুখি হয়েছিলেন দুই গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও এনামুল হোসেন রাজীব। এর মধ্যেই হঠাৎ লুটিয়ে পড়েন জিয়া। দ্রুত হাসপাতালে নিলেও তাকে ফেরানো যায়নি।দাবা ফেডারেশনের ঘনিষ্ঠ কয়েকটি সূত্র জানিয়েছে, প্রায় ১৫ মিনিট পর্যন্ত চিকিৎসকেরা জিয়ার পালস খুঁজে পাননি। পরে চিকিৎসকেরা জানিয়েছেন, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা গেছেন তিনি। ১৯৭৪ সালের ১ মে জন্ম নেওয়া এই গ্র্যান্ডমাস্টারের মৃত্যুসনদ চিকিৎসকেরা দিয়েছেন ৭টা ২০ মিনিটের দিকে।

এরআগে আজ (শুক্রবার) পল্টনের দাবা ফেডারেশনে জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের ১২তম রাউন্ড চলছিল। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে ভালো পজিশনেই ছিলেন আরেক গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। ঠিক সে সময় হঠাৎ জিয়া ভাই  ঘুরে পড়ে যান। দ্রুত সময়ের মধ্যে সবাই ধরাধরি করে জিয়াকে নিচে নামিয়ে নয় মিনিটের ব্যবধানে নিয়ে যান হাসপাতালে।