• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলবে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এমপি

সবাই মিলে মিশে থাকাই আওয়ামী লীগের রাজনৈতিক বৈশিষ্ট্য

প্রকাশ:  ১৫ এপ্রিল ২০২৪, ০৮:৪৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাধীনতা পদক প্রাপ্ত মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি বলেছেন,ঈদের আনন্দ সবাই মিলে সুন্দর ভাবে উপভোগ করলাম। গরীব দুঃখী, ধনী সবাই মিলে মিশে থাকাই আওয়ামী লীগের রাজনৈতিক বৈশিষ্ট্য। আমাদের শিষ্টাচার  সব সময় ধরে রাখবেন। রবিবার ১৪ এপ্রিল চাঁদপুরের মতলব উত্তর  উপজেলার টরকী গ্রামে ইউপি চেয়ারম্যান  আবুবকর ছিদ্দিক খোকনের বাড়িতে শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

 তিনি আরো বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সন্নিকটে। নির্বাচন নির্বাচনের আঙ্গিকেই হবে। কেই ঝগড়া বিবাদ মারামারি করবেন না। যাকে ভোট দিলে আপনাদের ভাগ্যর উন্নয়ন হবে, মতলবের উন্নয়ন হবে তাকেই ভোট দিবেন। এ সময় আরও বক্তব্য দেন- মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মানিক দর্জি, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য ও অলিপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি, ভাইস চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা সন্তান রিয়াজুল হাসান রিয়াজ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লাভলী চৌধুরী। তারাও সকলের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন এবং দোয়া ও ভোট চান।

এ সময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর -দক্ষিন মহিলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা পারভীন চৌধুরী রিনা, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক সুর্বনা চৌধুরী রীনা, বিসিসিআই এর সহ-সভাপতি এবং আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপকমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি, আওয়ামী লীগের আইন বিষয়ক উপকমিটির সদস্য আশফাক চৌধুরী মাহি, উপকমিটির সদস্য শাহ আলম সিদ্দিকী, আহসান হাবিব হাসান, উপজেলা আওয়ামী লীগ নেতা বিল্লাল বেপারি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব এ্যাড. আক্তারুজ্জামান আক্তার, জেলা যুবলীগের সাবেক সদস্য মহিবুল্লাহ খোকন, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য মোসাদ্দেক হাওলাদার মামুন, সুলতানাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কাদের জিলানী, সাধারণ সম্পাদক আব্দুল গফুর সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক তামজিদ সরকার রিয়াদ, গজরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম জয়, ফতেপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসন কাজল, ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তামজিদ পাটোয়ারী রিয়াদ, দূর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাকিল আহাম্মদ, উপজেলা ছাত্রলীগের সদস্য ছদরুল আমিন, জুবায়ের আহমদ জনি, ছাত্রলীগ নেতা নাজমুল হাসানসহ আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সর্বাধিক পঠিত