• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সর্বজনীন পেনশন স্কিম চাঁদপুরে বাস্তবায়নে সমন্বয় কমিটির সভা

প্রকাশ:  ০৪ এপ্রিল ২০২৪, ১০:৪১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

সর্বজনীন পেনশন স্কিম চাঁদপুর জেলায় সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা বাস্তবায়ন ও সমন্বয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ এপ্রিল আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাফায়েত আহম্মদ সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দসহ সংশ্লিষ্ট অংশীজন।
সভাপ্রধানের বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকারের চালু করা সর্বজনীন পেনশন স্কিমে ১৮ বছরের বেশি বয়সী যে কেউ চাঁদা দিয়ে পেনশন ব্যবস্থার আওতায় আসতে পারবেন। সর্বজনীন পেনশন স্কিমটির প্রবর্তন দেশের বিশাল এক জনগোষ্ঠীর জন্যে শেষজীবনে আর্থিক নিরাপত্তার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ। আনুষ্ঠানিকভাবে সর্বজনীন পেনশন স্কিমটি চালু হওয়ার পর সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ পরিলক্ষিত হয়েছে বলে মনে করা হয়।

 

সর্বাধিক পঠিত