• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

লেংটার মেলা ও ওরশ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশ সুপার

প্রকাশ:  ০৪ এপ্রিল ২০২৪, ১০:৩০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব উত্তর উপজেলার বেলতলীতে শাহ্ সোলেমান (লেংটা বাবা)-এর ১০৫তম ওরশ শরীফ ও মেলা উপলক্ষে সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সরজমিনে পর্যবেক্ষণ করেছেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম-বার। সোমবার (১ এপ্রিল) তিনি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম মাজার ও মেলা আয়োজকদের সাথে মতবিনিময় করেন এবং ওরশ শরীফ ও মেলাকে কেন্দ্র করে মাজারের পার্শ্ববর্তী এলাকা যাতে জুয়া ও মাদক কারবারিদের অভয়ারণ্যে পরিণত না হয় সে বিষয়ে সতর্ক থাকতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। জুয়া ও মাদকসহ সকল প্রকার অশ্লীলতার বিরুদ্ধে চাঁদপুর জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলে পুলিশ সুপার জানান।
এছাড়া তিনি সকলকে আশ^স্ত করে বলেন, মেলাকে কেন্দ্র করে বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তদের সার্বিক নিরাপত্তায় চাঁদপুর জেলা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবীরসহ অন্যরা উপস্থিত ছিলেন।