• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

প্রকাশ:  ০২ এপ্রিল ২০২৪, ১১:৫২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 দ্বিতীয় ধাপে দেশের ১৬১টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২১ মে এসব উপজেলায় ভোটগ্রহণ করা হবে। এই ১৬১ উপজেলার মধ্যে চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলাও রয়েছে।
গতকাল ১ এপ্রিল সোমবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশনের বৈঠকে এই তফসিল চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে ইসি সচিব মোঃ জাহাংগীর আলম গণমাধ্যমের কাছে তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে যেসব উপজেলায় নির্বাচন হবে সেখানে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়ন বাছাই হবে ২৩ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২মে। ভোট গ্রহণ ২১ মে।
প্রথম ধাপে দেশের ১৫২টি উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৮ মে।
২১ মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য ১৬১টি উপজেলা পরিষদের মধ্যে চাঁদপুর জেলার তিনটি উপজেলা রয়েছে। উপজেলাগুলো হচ্ছে-চাঁদপুর সদর, শাহরাস্তি ও হাজীগঞ্জ।
অপরদিকে ৮ মে অনুষ্ঠিতব্য প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুরের দুটি উপজেলা রয়েছে। সে দুটি হলো মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা।
২১ মে যেসব উপজেলা পরিষদে ভোট হবে, সেগুলো হলো : রংপুর বিভাগের পঞ্চগড় জেলার বোদা ও দেবীগঞ্জ; ঠাকুরগাঁও জেলার সদর ও রাণীশংকৈল; নীলফামারী জেলার সৈয়দপুর, কিশোরগঞ্জ ও জলঢাকা; দিনাজপুর জেলার বিরল, কাহারোল, বীরগঞ্জ ও বোচাগঞ্জ; লালমনিরহাট জেলার কালীগঞ্জ ও আদিতমারী; রংপুর জেলার মিঠাপুকুর ও পীরগঞ্জ; কুড়িগ্রাম জেলার রাজারহাট, উলিপুর ও সদর; গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী ও সদর।
রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলার সদর ও পাঁচবিবি; বগুড়া জেলার দুপচাঁচিয়া, আদমদীঘি ও কাহালু; চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ; নওগাঁ জেলার সাপাহার, পোরশা ও নিয়ামতপুর; রাজশাহী জেলার পুঠিয়া, বাগমারা ও দুর্গাপুর; নাটোর জেলার লালপুর ও বাগাতিপাড়া; সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া ও তাড়াশ; পাবনা জেলার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর।
খুলনা বিভাগের মেহেরপুর জেলার গাংনী, কুষ্টিয়া জেলার ভেড়ামারা, মিরপুর ও দৌলতপুর; চুয়াডাঙ্গা জেলার সদর ও আলমডাঙ্গা; ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু ও শৈলকুপা; যশোর জেলার চৌগাছা, ঝিকরগাছা ও শার্শা; মাগুরা জেলার শালিখা ও মহম্মদপুর; নড়াইল জেলার সদর ও লোহাগড়া; বাগেরহাট জেলার ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী; খুলনা জেলার তেরখাদা, দিঘলিয়া ও ফুলতলা; সাতক্ষীরা জেলার তালা, দেবহাটা ও আশাশুনি। বরিশাল বিভাগের বরিশাল জেলার বাবুগঞ্জ, উজিরপুর ও বানারীপাড়া; পটুয়াখালী জেলার দশমিনা, গলাচিপা ও বাউফল; পিরোজপুর জেলার কাউখালী ও নেছারাবাদ; ভোলা জেলার বোরহানউদ্দিন, সদর ও দৌলতখান; ঝালকাঠী জেলার সদর ও নলছিটি; বরগুনা জেলার বেতাগী ও সদর।
ঢাকা বিভাগের ঢাকা জেলার সাভার ও ধামরাই; গোপালগঞ্জ জেলার কাশিয়ানী ও মুকসুদপুর; নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ, রূপগঞ্জ ও আড়াইহাজার; গাজীপুর জেলার কালিয়াকৈর ও শ্রীপুর; রাজবাড়ী জেলার সদর, গোয়ালন্দ ও বালিয়াকান্দি; মানিকগঞ্জ জেলার শিবালয়, ঘিওর ও দৌলতপুর; ফরিদপুর জেলার নগরকান্দা ও সালথা; মাদারীপুর জেলার কালকিনি ও ডাসার; শরীয়তপুর জেলার সদর ও জাজিরা; নরসিংদী জেলার বেলাবো ও মনোহরদী; টাঙ্গাইল জেলার ভূঞাপুর, কালিহাতি ও ঘাটাইল; মুন্সিগঞ্জ জেলার লৌহজং ও টুঙ্গিবাড়ী; কিশোরগঞ্জ জেলার কটিয়াদী, নিকলী ও অষ্টগ্রাম।
ময়মনসিংহ জেলার সদর, মুক্তাগাছা ও গৌরীপুর; জামালপুর জেলার বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর; শেরপুর জেলার নালিতাবাড়ী ও নকলা; নেত্রকোনা জেলার সদর, পূর্বধলা ও বারহাট্টা।
সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ধর্মপাশা, তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ; সিলেট জেলার কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট; মৌলভীবাজার জেলার সদর ও রাজনগর; হবিগঞ্জ জেলার বাহুবল ও নবীগঞ্জ।
চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ও আখাউড়া; কুমিল্লা জেলার সদর দক্ষিণ, আদর্শ সদর ও বরুড়া; চাঁদপুর জেলার সদর, শাহরাস্তি ও হাজীগঞ্জ; নোয়াখালী জেলার সোনাইমুড়ী, চাটখিল ও সেনবাগ; লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ ও রায়পুর; চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া, হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান; কক্সবাজার জেলার ঈদগাঁও, চকরিয়া ও পেকুয়া; খাগড়াছড়ি জেলার সদর, দীঘিনালা ও পানছড়ি; রাঙ্গামাটি জেলার কাপ্তাই, বিলাইছড়ি ও রাজস্থলী এবং বান্দরবান জেলার রুমা, লামা ও নাইক্ষ্যংছড়ি।