• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জাটকা নিধনের দায়ে হাইমচরে ১২ জেলের কারাদণ্ড

প্রকাশ:  ০২ এপ্রিল ২০২৪, ১১:৪৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হাইমচরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা নিধন করায় আটক ১৬ জেলের ১২ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বাকি ৪জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।
৩১ মার্চ রোববার দুপুরে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন।
কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন : মোঃ ইউসুফ প্রধান (৩৫), আব্দুল কাদর (২০), বিল্লাল হোসেন (৪০), আঃ কাদের (৩০), ইব্রাহীম (২০), মোঃ জিলানী (৩০), মোঃ শাহাদাত হোসেন (৩২), মোঃ কবির মিয়া (২৪), মোঃ জিলানী (২৮), মুন্না হোসেন (১৮), আনোয়ার হোসেন (১৯) এবং আবুল কালাম (৩০)। এসব জেলের বাড়ি মুন্সীগঞ্জ ও চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়।
অভিযানে নেতৃত্ব দেন হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মাহবুব রশীদ। তিনি বলেন, রোববার ভোর ৫টা হতে বেলা ১১টা পর্যন্ত হাইমচর অভয়াশ্রম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাটকা ধরার অবস্থায় এসব জেলে আটক করা হয়। একই সময়ে জেলেদের হেফাজতে থাকা ৭০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জাল কোস্টগার্ড হাইমচর আউট পোস্টে আগুনে পুড়িয়ে বিনষ্ট করে ফেলে।

সর্বাধিক পঠিত