• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজন সদর উপজেলার সাঁতার প্রতিযোগিতা

প্রকাশ:  ৩০ মার্চ ২০২৪, ১২:৪৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 ক্রীড়া পরিদপ্তরের ২০২৩-২০২৪ বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় চাঁদপুর সদর উপজেলায় সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১০টি প্রতিষ্ঠানের ১০০জন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
গত ২০ মার্চ বাবুরহাট স্কুল এন্ড কলেজের পুকুরে এই প্রতিযোগিতার উদ্বোধন হয়। চাঁদপুর স্টেডিয়ামে ২৬ মার্চ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম (বার)।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্লাহ, জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো মহসিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, কোষাধ্যক্ষ আবু নাছের বাচ্চু পাটওয়ারীসহ ছাত্র-ছাত্রী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

 

সর্বাধিক পঠিত