• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নিয়মিত বাজার মনিটরিংয়ের ওপর গুরুত্বারোপ

প্রকাশ:  ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৩৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর জেলায় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  ২৬ ফেব্রুয়ারি চাঁদপুর প্রেসক্লাবে চাঁদপুর জেলায় কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কর্তৃক আয়োজিত বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, ভোক্তা অধিদপ্তর, বিএসটিআই, নিরাপদ খাদ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অংশীজন। সভায় সভাপতিত্ব করেন ক্যাব চাঁদপুর জেলা শাখা সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেন।
সভায় প্রধান অতিথি বলেন, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও এ মুহূর্তে নিরাপদ খাদ্য নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভেজাল রুখতে হলে উৎপাদক ব্যবসায়ী থেকে ভোক্তা সবার সচেতনতার বিকল্প নেই। এছাড়াও আসন্ন পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সকলের সহযোগিতার পাশাপাশি নিয়মিত বাজার মনিটরিংয়ের উপর গুরুত্বারোপ করা হয়।

 

সর্বাধিক পঠিত