• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সুর্বণজয়ন্তী পালিত

প্রকাশ:  ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাঙালি সংস্কৃতির প্রচার-প্রসার ও বিশ^ময় সম্প্রসারণের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেন। ৫০ বছর (১৯৭৪-১৯২৪) পূর্তিতে সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে গতকাল ১৯ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার দিতি সাহার সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী সদস্য শহিদ পাটওয়ারী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার ও সব্যসাচী লেখক ডাঃ পীযুষ কান্তি বড়ুয়া।
জেলা শিল্পকলা একাডেমির নাট্যকলা ও আবৃত্তি  প্রশিক্ষক এমআর ইসলাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক নাট্যশিল্পী ও কণ্ঠশিল্পী শরীফ চৌধুরী, অনন্যা নাট্যগোষ্ঠীর যুগ্ম সাধারণ সম্পাদক নাট্যশিল্পী মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী, কণ্ঠশিল্পী বিরেন সাহা ও জেলা শিল্পকলা অ্যাকাডেমির নৃত্য প্রশিক্ষক সোমা দত্ত।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের একক ও দলীয় সংগীত এবং নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

সর্বাধিক পঠিত