• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তরে উপজেলা পরিষদের সাধারণ সভা ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা

প্রকাশ:  ৩০ জানুয়ারি ২০২৪, ০৯:৫৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব উত্তর উপজেলা পরিষদের সাধারণ সভা ও উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি।
সভায় মায়া চৌধুরী বলেন, গত ৫ বছর মতলব উত্তরে কোনো শান্তি ছিলো না। আইন শৃঙ্খলার অবনতি ছিল। মাদক কারবারীরা সক্রিয় ছিল। উন্নয়ন বলতে তেমন কিছুই হয়নি।
তিনি আরো বলেন, এখন থেকে পরিবেশ পাল্টে যাবে। আবার শান্তি ফিরে আসবে। কোনো মাদক কারবারি মতলবে থাকতে পারবে না। মতলব হবে মাদক, চাঁদবাজ ও সন্ত্রাসমুক্ত। সেজন্য সকলের সহযোগিতা দরকার। আমি আশা করি প্রশাসন, জনপ্রতিনিধি ও দলীয় নেতা-কর্মীসহ সকলে সহযোগিতা করবেন।
২৯ জানুয়ারি সোমবার বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ কুদ্দুসের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমার পরিচালনায় আরো বক্তব্য রাখেন ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আরিফুল্লাহ সরকার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাহিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খান, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান জুয়েল, পল্লী বিদ্যুতের ডিজিএম শামসুদ্দিন, প্রকৌশলী মনির হোসেন, ভারপ্রাপ্ত ওসি সানোয়ার হোসেন, মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির কর্মকর্তা মনির হোসেন, উপজেলা প্রকৌশলী মনির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব, সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান তপু, গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ মাস্টার, ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোবান সরকার সুভা, জহিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সেলিম রেজা, উপজেলা সমবায় কর্মকর্তা ফারুক হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, এখলাছপুর ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না, বাগানবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন, সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক খোকন, বাগানবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নান্নু মিয়া, ষাটনল ইউপির সাবেক চেয়ারম্যান একেএম শরীফ উল্লাহ সরকার, উপজেলা আওয়ামী লীগ নেতা বোরহান চৌধুরী প্রমুখ।

সর্বাধিক পঠিত