• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ডিবি পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ পাঁচজন আটক

প্রকাশ:  ২৪ ডিসেম্বর ২০২৩, ১২:০৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মাদক বিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজাসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে চাঁদপুর ডিবি পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম-এর দিক-নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে ২৩ ডিসেম্বর শনিবার মতলব উত্তর থানাধীন হযরত শাহ সোলেমান ল্যাংটার মাজার প্রধান গেইটের সামনে রাস্তার উপর থেকে ১৫ কেজি গাঁজাসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
এসআই মাজহারুল হক সঙ্গীয় ডিবির ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য পায়। অভিযানকালে মোঃ মোয়াজ্জেম হোসেন (৪৫)-এর হাতে থাকা একটি বাজারের ব্যাগে ৫কেজি গাঁজা, ২নং আসামী মোঃ তাবাবিল (২৮)-এর হাতে থাকা বাজারের ব্যাগে ২.৫ কেজি, ৩নং আসামী মোঃ আব্দুর রাজ্জাক সর্দার (৫৫)-এর হাতে থাকা বাজারের ব্যাগে ২.৫ কেজি, ৪নং আসামী মোঃ আবু হানিফ (৩০)-এর হাতে থাকা একটি বাজারের ব্যাগে ২.৫ কেজি ও ৫নং আসামী মোঃ সোহেল হোসেন (৪০)-এর হাতে থাকা একটি বাজারের ব্যাগে ২.৫ কেজিসহ সর্বমোট ১৫ কেজি গাঁজা জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য অনুমান ৩ লাখ টাকা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনের নির্দিষ্ট মামলা দায়ের করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, উদ্ধারকৃত গাঁজাগুলো তারা পরস্পর যোগসাজশে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে ক্রয় করে রাতে ল্যাংটার মাজারে অবস্থান করে সকালে মুন্সীগঞ্জ জেলায় নিয়ে যেতো।