• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তরের বিভিন্ন স্থানে উঠোন বৈঠক ও পথসভা

দেশে আওয়ামী লীগের চেয়ে অন্য কোনো দলে এমন দেশপ্রেম নেই : মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম

প্রকাশ:  ২৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসেন আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল দেশের মর্যাদা বাস্তবায়ন এবং অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আবারও নৌকায় ভোট দিন। দেশে আওয়ামী লীগের চেয়ে অন্য কোনো দলে এমন দেশপ্রেম নেই। আজকে জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় তুলে এনেছেন, যার বাস্তবায়ন করতে হবে। এজন্যে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকেই জয়ী করতে হবে। শুক্রবার ২২ ডিসেম্বর সকালে মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের সুগন্ধী, সটাকী, বাবুর বাজারে পথসভা শেষে ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় মাঠে উঠোন বৈঠকে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রাজনীতি করি। আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, মার্কা ‘নৌকা’, এর বাইরে আর কিছু নেই। আমার সময় দখল বাণিজ্য, চাঁদাবাজি, সন্ত্রাস ছিলো না। আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে আপনাদের পাশে ছিলাম বিধায় দল আমাকে আবারও আপনাদের খেদমতের জন্যে মনোনয়ন দিয়ে পাঠিয়েছে। সুতরাং নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে রাষ্ট্রনায়ক হিসেবে অধিষ্ঠিত করে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করুন। তিনি আরো বলেন, এবার নির্বাচনে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে--আপনারা শান্তি চান, না সন্ত্রাস চান। যদি শান্তির পক্ষে আপনাদের অবস্থান হয়, তবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে নৌকায় ভোট দিন।
পরে ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ে উঠোন বৈঠকে ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সবেক ইউপি চেয়ারম্যান একেএম শরীফ উল্লাহ সরকারের সভাপতিত্বে এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন টিটুর যৌথ পরিচালনায় আরো বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আয়ুব আলী গাজী, তেজগাঁ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাছিম চৌধুরী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সলিমুল্লাহ বারী চৌধুরী সোহেল, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান বেপারী, উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহানারা বেগম, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান ঢালী, মুক্তিযোদ্ধা মাতবর আলী, আওয়ামী লীগ নেতা শাহআলম মোল্লা, উপজেলা যুগ্ম আহ্বায়ক খসরু ঢালী, মহিলা ইউপি সদস্য জেসমিন আক্তার, ইউপি সদস্য জাকির হোসেন, ইউনিয়ন যুবলীগ নেতা নাছির উদ্দীন মোল্লা, নবীর হোসেন, কৃষক লীগের সভাপতি রফিক মোল্লা, মোটর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সবুজ মিয়া, ছাত্রলীগ নেতা দিপু, সৈয়দ আহাম্মদ। পরে একই দিন দুপুরে এখলাছপুরের বিশিষ্ট শিল্পপতি কামাল ঢালীর উদ্যোগে পথসভা হয়েছে। এতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন নেতার সভাপতিত্বে বক্তব্য রাখেন নৌকার মনোনীত প্রার্থী মায়া বীর বিক্রম, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপ-কমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান (এসি মিজান)। পরে সাদুল্লাপুর ইউনিয়নেও উঠোন বৈঠক ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

 

সর্বাধিক পঠিত