শতাধিক শীতার্ত দরিদ্র মানুষ পেলো পুনাকের শীতবস্ত্র
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চাঁদপুরের আয়োজনে শতাধিক শীতার্ত দরিদ্র মানুষ শীতবস্ত্র পেয়েছে। ২১ ডিসেম্বর বৃহস্পতিবার চাঁদপুর পুলিশ লাইন্সে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পুনাকের সভানেত্রী নূরজাহান ইসলাম।
তিনি বলেন, আমাদের আশপাশে সুবিধাবঞ্চিত মানুষ যেন শীতে কষ্ট না পায় তার জন্যে আমরা সামান্য উপহার তুলে দেয়ার উদ্যোগ গ্রহণ করেছি। সবাই মিলে চাইলে একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারি। নিজেদের পাশাপাশি সুবিধাবঞ্চিত অসহায় মানুষও আমাদের পরিবারের অংশ। আমরা চাইলে অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে পারি। পুনাক চাঁদপুরের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পরে উপস্থিত শীতার্ত অসহায় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
এ সময় পুনাক চাঁদপুরের সাধারণ সম্পাদক ইফফাত আরা আহমেদ, অর্থ ও দপ্তর সম্পাদক ঈশানা ইভা, পুনাক অধ্যক্ষ শিপ্রা মজুমদার উপস্থিত ছিলেন।