• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নদী থেকে অবৈধভাবে বালু তুলতে গিয়ে আটক ১৩

প্রকাশ:  ২৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরের মেঘনায় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী অভিযান চালিয়ে বালু তোলার দুটি ড্রেজার মেশিন এবং দুটি বাল্কহেড জব্দ করেছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত থাকায় ১৩ জনকে আটক করা হয়েছে। ২১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার হরিণাঘাট এলাকার মেঘনা নদীতে এই অভিযান চালানো হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, মেঘনা নদীর হরিণাঘাট এলাকায় অবৈধভাবে ড্রেজিং করে বালু উত্তোলন করা হচ্ছে এমন তথ্য পেয়ে সেখানে অভিযান চালানো হয়।
এ সময় হাতেনাতে দুটি ড্রেজার মেশিন এবং দুটি বাল্কহেড জব্দ করা হয়। পাশাপাশি এসবের সঙ্গে জড়িত থাকায় ১৩ জনকে আটক করা হয়।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেদায়েত উল্লাহ শ্রাবণ এ অভিযান পরিচালনা করেন। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেঃ মাশহাদ উদ্দিন নাহিয়ান।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আটক ১৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও আর্থিক জরিমানা করেন। সূত্র : কালের কণ্ঠ।

সর্বাধিক পঠিত