• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তরে মহিলা আওয়ামী লীগের উঠোন বৈঠক

শেখ হাসিনা মনোনীত প্রার্থীর বিজয় ঠেকিয়ে রাখা যাবে না : পারভীন চৌধুরী

প্রকাশ:  ২৩ ডিসেম্বর ২০২৩, ০৯:১২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে নৌকা প্রার্থীর পক্ষে উঠোন বৈঠক হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার দুর্গাপুর ইউনিয়ন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য ও অলিপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রিয়াজুল হাসান রিয়াজের উদ্যোগে অলিপুর উচ্চ বিদ্যালয়ে এ উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের সহধর্মিণী ও মতলব উত্তর-দক্ষিণ মহিলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা পারভীন চৌধুরী। তিনি বলেন, সব নেতা-কর্মী যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিজয় ঠেকিয়ে রাখা যাবে না। এই নৌকা স্বাধীনতার প্রতীক, বিজয়ের প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, বাঙালি জাতি স্বত্বার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক। তাই আমার অনুরোধ নৌকার বিজয়কে সুনিশ্চিত করার জন্যে সকলে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপুর সহধর্মিণী ও চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সুবর্ণা চৌধুরী বিনা। তিনি বলেন, মতলবের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্যে দিন-রাত নিরলস কাজ করে যাচ্ছেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। আজ দেশ উন্নয়নের রোল মডেল। এ উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর বিজয়ের বিকল্প কিছু নেই। বাংলাদেশ একমাত্র বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতেই নিরাপদ।
দুর্গাপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা প্রধানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি পারভীন শরীফের পরিচালনায় আরো বক্তব্য রাখেন ছেংগারচর পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মিল্লাতুননেছা মিলি, দুর্গাপুর ইউপির সংরক্ষিত মহিলা সদস্য মাহমুদা আক্তার ও সাবেক সদস্য তাছলিমা আক্তার।

 

সর্বাধিক পঠিত