• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আওয়ামী লীগের কোনো লোক নৌকার বাইরে ভোট দিতে পারে না

প্রকাশ:  ২১ ডিসেম্বর ২০২৩, ১৩:৪৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আসন্ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম বলেছেন, নৌকা স্বাধীনতার প্রতীক, এই প্রতীকের সাথে বাংলাদেশের পতাকা ও মানচিত্র জড়িত। আমি যতোবার নৌকা নিয়ে এসেছি, আপনারা আমাকে বিজয়ী করেছেন, আমি নৌকার সম্মানে কাজ করে যাচ্ছি। আগামীতেও আমার বিশ্বাস আপনারা নৌকাকে বিজয়ী করবেন।
তিনি বলেন, আওয়ামী লীগের কোনো লোক নৌকার বাইরে ভোট দিবে না। সকলের পবিত্র দায়িত্ব নৌকাকে রক্ষা করা। জাতির পিতার সুযোগ্য কন্যা ৬ষ্ঠ বারের মত নৌকা প্রতীক আমাকে দিয়েছেন। আমি আপনাদের সাথে থেকে এলাকার উন্নয়নে কাজ করবো। তিনি বলেন, আমি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রেখেছি, কাউকেই অন্যায়ভাবে হয়রানি করতে দেই নি। আমি সকলের অভিভাবক হিসেবে দায়িত্ব নিয়ে কাজ করেছি। এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি এগুলো সম্ভব হয়েছে আপনাদের সহযোগিতার জন্যে। আগামীতেও আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনাদের জন্যে আমি জীবনের শেষ দিনটি পর্যন্ত কাজ করে যেতে চাই।
গত ২০ ডিসেম্বর দিনব্যাপী শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ও পশ্চিম ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেডএম আনোয়ার হোসেন, পৌর মেয়র হাজী আঃ লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মজুমদার, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মামুন আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, সূচিপাড়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ হুমায়ুন কবির ভূঁইয়া, চিতোষী পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

 

সর্বাধিক পঠিত