• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নিজ গ্রাম থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ডাঃ দীপু মনি

প্রকাশ:  ২০ ডিসেম্বর ২০২৩, ১০:৫২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 বাপ-দাদার পৈত্রিক ভূমি রামপুর ইউনিয়ন থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন চাঁদপুর-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। গতকাল মঙ্গলবার দুপুরে প্রথমে তিনি রামপুরের পীরে কামেল মাওঃ ওয়াজউদ্দিন (রহঃ)-এর মাজার জেয়ারত করেন। এরপর রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম পাটওয়ারী, ইউপি চেয়ারম্যান আল-মামুন পাটওয়ারীর পিতা তাফাজ্জ্বল হোসেন পাটওয়ারী, দক্ষিণ ছোট সুন্দরের মুক্তিযুদ্ধকালীন গণহত্যায় শহীদ আব্দুল হান্নান, আব্দুল মান্নান, আব্দুল ওয়াদুদ, হাকিম পাটওয়ারী ও ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মরহুম ফজলুল করিম বাসেদের কবর জিয়ারত করেন।
বিকেলে দেবপুর দরবার শরীফের পীর সাহেবের কবর জিয়ারত, ইউনিয়নের ছোট সুন্দর বাজারে পথসভা, কামরাঙা উচ্চ বিদ্যালয় মাঠে সভা, আলগী এলাকায় বেশ কটি উঠোন বৈঠকে বক্তব্য রাখেন।
এ সময় দীপু মনি বলেন, আমি আপনাদের সন্তান, আপনাদের বোন। আপনারা ২০০৮  সালে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছিলেন। আপনারা ভোট দিয়েছিলেন বলেই ৩৫ বছর পর চাঁদপুরে নৌকার প্রার্থী বিজয়ী হয়েছে। সেই নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে আমার প্রতিশ্রুতি রক্ষা করতে উন্নয়ন কাজগুলো করেছি। গত ১৫টি বছর আমি চাঁদপুর-৩ নির্বাচনী এলাকায় নিরলসভাবে কাজ করার চেষ্টা করেছি। আগামী ৭ জানুয়ারি আপনাদের মেয়েকে, আপনাদের দীপু মনিকে নৌকায় ভোট দিয়ে পুনরায় আপনাদের সেবা করার সুযোগ করে দিন।
শেখ হাসনিার দৃঢ় নেতৃত্বের কথা তুলে ধরে দীপু মনি বলেন, নৌকা প্রতীক বিজয়ী হওয়ার কারণে দেশে এতো উন্নত হয়েছে। তাহলে যে সঠিকভাবে দেশ চালাতে পারে তাকেইতো বারবার দরকার তাই না? আমরা এখন যেমন ভালো আছি তেমনি আগামীতেও যেন ভালো থাকি। আমরা জ্বালাও-পোড়াও এসবে বিশ্বাস করি না, আমরা অশান্তি চাই না, আমরা শান্তিতে থাকতে চাই। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য শেখ হাসিনার সরকার বারবার দরকার।
উন্নয়নের কাজের কথা উল্লেখ করে ডাঃ দীপু মনি বলেন, আমি নির্বাচিত হওয়ার পর চাঁদপুরবাসীর কষ্ট লাঘবে নদী ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধের বন্দোবস্ত করেছি। চাঁদপুর-হাইমচর এলাকায় শিক্ষার মানোন্নয়নে শত শত শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন হয়েছে। রাস্তা, ঘাট, ব্রিজ, কালভার্ট হয়েছে, শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। এখন প্রত্যেক ঘরে বিদ্যুৎ রয়েছে।
এসব কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডঃ মুজিবুর রহমান ভূঁইয়া, সহ-দপ্তর সম্পাদক অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের   সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী আরশ্বাদ মিয়াজী, জেলা আওয়ামী লীগের সদস্য আইয়ুব আলী বেপারী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জাফর ইকবাল মুন্না, জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল আজিজ খান বাদল, সদস্য সচিব আব্দুল হান্নান সবুজ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা শহীদুুল ইসলাম, সাধারণ সম্পাদক আল মামুন লিটু, সহ-সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, ইউনিয়ন যুবলীগের সভাপতি আহসান হাবীব পাটওয়ারী, সাধারণ সম্পাদক মোহসিন খান, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম, সাধারণ সম্পাদক জুলেখা বেগম, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মমিন উদ্দিন পাটওয়রী, যুগ্ম আহ্বায়ক ইসলাম প্রমুখ।

 

সর্বাধিক পঠিত