• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চলমান জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

প্রকাশ:  ১৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৩২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর জেলায় সাড়ে ৩ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ১২ ডিসেম্বর মঙ্গলবার এ কার্যক্রম শুরু হয়। সকাল ১০টায় চাঁদপুর আড়াইশ’ শয্যা সরকারি জেনারেল হাসপাতালের ইপিআই কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহাবুবুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচ এন্ড এফপিও ডাঃ মোহাম্মদ বেলায়েত হোসেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার, ইপিআই সুপারসহ আরো অনেকে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, সারাদিন চাঁদপুর জেলার ৮টি উপজেলা ও ২টি পৌরসভার ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩৮ হাজার ৩৩৬ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সি ৩ লাখ ৯ হাজার ৪৫০ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। সব মিলিয়ে এ চাঁদপুরে মোট সাড়ে ৩ লাখ শিশুকে খাওয়ানো হবে এই ভিটামিন ক্যাপসুল।

সর্বাধিক পঠিত