• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পরিবার পরিকল্পনা দপ্তরের সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন

প্রকাশ:  ১১ ডিসেম্বর ২০২৩, ১৩:৩২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সেবা ও প্রচার সপ্তাহ-২০২৩ উদ্বোধন করা হয়েছে। ৯ ডিসেম্বর ‘নিরাপদ মাতৃত্ব, পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্যে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ (৯-১৪ ডিসেম্বর) উদ্যাপন উপলক্ষে চাঁদপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের জেলা পর্যায়ের কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক আবুল কাশেম মোহাম্মদ আমিনুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট অংশীজন।
সেবা সপ্তাহে মায়েদের পাশাপাশি শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। ২০৩০ সালের মধ্যে এসডিজির লক্ষ্যমাত্রা-৩ অর্জনে তথা মাতৃ ও শিশুমৃত্যু রোধে সেবা ও প্রচার সপ্তাহ-২০২৩ কার্যকর ভূমিকা পালন করবে।