মতলব উত্তরে বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির ঘটনায় আটক ১
মতলব উত্তরে বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির ঘটনায় নিয়মিত মামলায় শাহাবুদ্দিন (২৮) নামে এক আসামিকে গ্রেপ্তার করে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত শাহাবুদ্দিন জেলার হাজীগঞ্জ উপজেলার কংগাইশ আলীগঞ্জ, ছৈয়াল বাড়ির হাবিব উল্যাহর ছেলে। ৯ ডিসেম্বর শনিবার মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদ মোবারকের সার্বিক তত্ত্বাবধানে ও তদারকিতে মতলব উত্তর থানার এসআই মোঃ মিজানুর রহমান-১ সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে গ্রেফতার করেন।
মতলব উত্তর থানার মামলা নং-১১, তারিখ- ৯ আগস্ট, ২০২৩; ধারা- ৩৫/৪১ বিদ্যুৎ আইন-২০১৮ মোতাবেক গত ১৪ জুলাই সকাল অনুমান ১০টায় মতলব উত্তর থানাধীন ফরাজিকান্দি ইউনিয়নের জনতা বাজারের জনৈক নজরুল ইসলামের আইস ফ্যাক্টরির সামনে বৈদ্যুতিক পোল নং-এমএন ১-১অ-১৫৪-১-১০-২৯-২৪ এবং মতলব উত্তর উপজেলাধীন ফরাজিকান্দি ইউনিয়নের বালুচর গ্রামের মধ্য বকাউল বাড়ির সামনে বৈদ্যুতিক পোল নং-এমএন ১-১অ-১৫৪-১-১০-২৯-৪৩-৫-২ সহ মোট ২টি ১৫ কেভিএ ট্রান্সফর্মার গ্রেফতারকৃত আসামি চুরি করে নিয়ে যায়। উক্ত চোরাই ১ম ট্রান্সফর্মারের সিরিয়াল নং-২০১৮-১৫-১১০০০, কোম্পানির নাম-টিএস, যার মূল্য অনুমান ৮১ হাজার ৩৭ টাকা এবং ২য় ট্রান্সফর্মারের সিরিয়াল নং- ৫০৭০৮৯৬, কোম্পানির নাম তোসিভা যার মূল্য অনুমান ৮১ হাজার ৩৭ টাকা। মোট ১ লাখ ৬২ হাজার ৭৪ টাকা মূল্যের ট্রান্সফর্মার উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত শাহাবুদ্দিনকে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান।