• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পরিত্যক্ত ১৯ কেজি গাঁজা উদ্ধার করলো পুলিশ

প্রকাশ:  ০৯ ডিসেম্বর ২০২৩, ১১:৪০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

পরিত্যক্ত অবস্থায় ১৯ কেজি গাঁজা উদ্ধার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম। ৭ ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর পৌরসভার ১নং ওয়ার্ডের ৩নং কয়লাঘাট এলাকার গিয়াস উদ্দিন রেডক্রস মেটারনিটি হাসপাতালের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১৯ কেজি গাঁজা উদ্ধার করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, মাদক অভিযান পরিচালনাকালে পলাতক অজ্ঞাত আসামীরা পুলিশের উপস্থিতি পূর্ব হতে টের পেয়ে ঘটনাস্থলে ১৯ কেজি গাঁজা রেখে নৌকাযোগে পালিয়ে যায়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ ৮০ হাজার টাকা। তবে পুলিশ পলাতক আসামীদের সনাক্ত করতে সক্ষম হয়।
পলাতক আসামীরা হলো মোঃ হানিফ মোল্লা (৩০) ও মোঃ আল আমিন (২৩)। পলাতক আসামীদের সনাক্তপূর্বক গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে ওসি জানিয়েছেন। পলাতক আসামীদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়, মামলা নং-৮। চাঁদপুর সদর মডেল থানার এসআই মোঃ আরিফুর রহমান সরকারের নেতৃত্বে থানার একটি চৌকস দল উক্ত মাদক অভিযান পরিচালনা করেন।
ওসি মোঃ শেখ মুহসীন আলম জানান, পরিত্যক্ত অবস্থায় ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালিয়ে যায়। তবে তাদেরকে সনাক্ত করা হয়েছে। তাদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

সর্বাধিক পঠিত