মানুষের ভালোবাসায় সিক্ত হলেন দিপু চৌধুরী
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপুর ২য় নামাজে জানাজা গতকাল ৩ ডিসেম্বর বাদ আসর মতলব নিউ হোস্টেল মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ সময় সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী, চাঁদপুর-২ আসনের নৌক প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। জানাজা নামাজে ইমামতি করেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা মুফতি মোর্শেদুল আলম সিরাজী।
দিপু চৌধুরীর মরদেহ মতলব দক্ষিণে এসে পৌঁছলে হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক তাকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা এবং অশ্রুসিক্ত নয়নে বিদায় জানান। জানাজার পূর্বে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা আওয়ামী লীগ, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, মতলব পৌরসভা, মতলব পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগসহ সকল সহযোগী সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান। শেষবারের মতো ফুলেল শ্রদ্ধা জানান মরহুমের পুত্র আশফাক চৌধুরী মাহি।
জানাজায় অংশ নেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহাম্মদ, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম নূরু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জহির সরকার, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সরকার, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, আওয়ামী লীগ নেতা আবুল কালাম মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্যামল চন্দ্র দাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোসাইন মোহাম্মদ কচি, উপজেলা ছাত্রলীগের সভাপতি আশ্রাফ হোসেন অনিক পাটোয়ারী, সাধারণ সম্পাদক কাউসার আলম পান্না, উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক জালাল উদ্দিন, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরীফ পাটোয়ারী প্রমুখ।