• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কচুয়ায় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১২ জন

প্রকাশ:  ৩০ নভেম্বর ২০২৩, ১১:৫৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার লক্ষ্যে চাঁদপুর-১ (কচুয়া) আসনে মনোনয়নপত্র উত্তোলন অব্যাহত রয়েছে। গতকাল ২৯ নভেম্বর বুধবার পর্যন্ত সহকারী রিটার্নিং অফিসার ও কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ১২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন- ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি (স্বতন্ত্র), কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ (আওয়ামী লীগ), জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আলহাজ মোঃ গোলাম হোসেন (স্বতন্ত্র), ডাঃ একেএম শহীদুল ইসলাম (জাতীয় পার্টি), মাওলানা মোঃ আঃ রশিদ মজুমদার (ইসলামী ঐক্য জোট), মাসউদুল  আহসান (জাকের পার্টি), মোঃ সাইফুল ইসলাম সোহেল (জাসদ), সেলিম প্রধান (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), মোঃ আলমগীর শাহ (বাংলাদেশ ইসলামি ফ্রন্ট), শওকত হোসেন মিয়া, রাহাত চৌধুরী ও সোহেল আহমেদ (স্বতন্ত্র)।
কচুয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রিটার্নিং/সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর বৃহস্পতিবার। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১-৪ ডিসেম্বর। আপিলের তারিখ ৫-৯ ডিসেম্বর। মামলা নিষ্পত্তি ১০-১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর রোববার। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর সোমবার। ভোট গ্রহণের তারিখ ৭ জানুয়ারি রোববার।
উল্লেখ্য, চাঁদপুর-১ (কচুয়া) আসনে ১০৯টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ৭ শ’ ৬৯জন। তন্মধ্যে পুরুষ ভোটার  ১ লাখ ৬৯ হাজার ৩শ’ ৩১ জন, মহিলা ভোটার ১ লাখ ৫৬ হাজার ৪শ’ ২৭ জন।