• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরের পাঁচ এমপিসহ অর্ধশত মনোনয়ন প্রত্যাশীর দলীয় মনোনয়ন ফরম জমা

প্রকাশ:  ২৩ নভেম্বর ২০২৩, ০৮:২৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরের পাঁচটি আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে প্রায় অর্ধশত মনোনয়ন ফরম জমা পড়েছে বলে জানা গেছে। পাঁচটি আসনের বর্তমান সংসদ সদস্যগণ তো আছেনই, এর বাইরেও প্রতিটি আসনে গড়ে প্রায় ১০ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
 আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের দলীয় মনোনয়ন ফরম জমা দেয়ার সর্বশেষ সময় ছিল গতকাল ২১ নভেম্বর। ঢাকা ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা নেয়া হয়। সারাদেশের তিনশ’ আসনে তিন সহস্রাধিক মনোনয়ন প্রত্যাশীর ফরম জমা পড়ে। এর মধ্যে চাঁদপুরের পাঁচটি আসনেই হবে প্রায় অর্ধশত। তাঁদের মধ্যে পাঁচটি আসনে পাঁচজন সংসদ সদস্য রয়েছেন। তাঁরা হচ্ছেন- চাঁদপুর-১ আসনে ড. মহীউদ্দীন খান আলমগীর, চাঁদপুর-২ আসনে অ্যাডঃ নূরুল আমিন রুহুল, চাঁদপুর-৩ আসনে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি, চাঁদপুর-৪ আসনে মুহম্মদ শফিকুর রহমান ও চাঁদপুর-৫ আসনে মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম। প্রত্যেকটি আসনেই বর্তমান সংসদ সদস্যদের শক্ত প্রতিদ্বন্দ্বী রয়েছেন, যাঁরা দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন এবং তাঁরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দলীয় মনোনয়ন পেতে। সর্বোচ্চ মনোনয়ন প্রত্যাশী হলো চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে। এ আসনে ১৮ জন দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

 

সর্বাধিক পঠিত