• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস পালন করেছে এক্স স্টুডেন্ট ক্লাব চাঁদপুর

প্রকাশ:  ১৯ নভেম্বর ২০২৩, ১০:৩০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের ৫৮তম বিশ^বিদ্যালয় দিবস পালন করেছে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় এক্স স্টুডেন্ট ক্লাব চাঁদপুর। এ উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে ছিলো : ১৮ নভেম্বর শনিবার বিকেলে বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা, পরিচয় পর্ব, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
চবির সাবেক শিক্ষার্থীরা বিকেলে প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করেন। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদপুর প্রেসক্লাবের সামনে এসেই শেষ হয়। র‌্যালি শেষে শহরের এলিট চাইনিজ রেস্টুরেন্টে কেককাটা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে অংশ নেন সাবেক শিক্ষার্থীরা।
চট্টগ্রাম বিশ^বিদ্যালয় এক্স স্টুডেন্ট ক্লাব চাঁদপুরের সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম।
স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, অতিথি চাঁদপুর সরকারি কলেজের পদার্থবিদ্যার সহযোগী অধ্যাপক আলমগীর হোসেন বাহার, চাঁদপুর এক্স স্টুডেন্ট ক্লাবের সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ এ. জেড. এম. রফিকুল হাসান রিপন, উপদেষ্টা অ্যাডঃ মিজানুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজাহান সিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি ও অনুষ্ঠানের আহ্বায়ক রোটাঃ মোস্তাক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যাংকার মাশরুর হাসান ভূঁইয়া সোহাগ, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস ছামাদ খান রাজন, প্রচার সম্পাদক রাকিব, সদস্য প্রফেসর আলমগীর হোসেন, সাবেক শিক্ষার্থী তৈয়ব মাহবুব খান, অধ্যক্ষ মাসুদ আহাম্মদ, ব্যাংকার আনোয়ার হোসেন, ব্যাংকার নাছির হোসেন, সহকারী অধ্যাপক আতাউল্লা, মোক্তার আহমেদ, লেকচারার দিদারুল আলম সজল, ব্যাংকার তুহিন আহম্মেদ, হুমায়ন কবির, ব্যবসায়ী আল-আমিন, সহকারী  অধ্যাপক মোক্তার আহমেদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কাউছার আহমেদ, সাবেক শিক্ষার্থী ইমাম হোসেন, ব্যাংকার ওসমান, মোস্তাফিজুর রহমান, শিক্ষক সাহেরা আক্তার, প্রভাষক সোহেনা হক, সাবেক শিক্ষার্থী মাসুদ, ব্যাংকার আরিফ হোসেন, শিক্ষক মামুনুর রহমান, সহকারী অধ্যাপক জিসান আহমেদ, সিনিয়র লেকচারার কামাল হোসেন, সহকারী প্রফেসর নেওয়াজ মোঃ জানে আলম, সাবেক শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান, অ্যাডঃ ওমর ফারুক টিটু, বাহাউদ্দিন  বাহার, সাফায়েত খান  প্রমুখ।
স্মৃতিচারণ অনুষ্ঠান শেষে সাবেক শিক্ষার্থীরা ও সহকারী অধ্যাপক আলমগীর হোসেন বাহার মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

 

সর্বাধিক পঠিত