জেলা শিল্পকলা একাডেমিতে যাত্রাপালা ‘জননী জন্মভূমিশ্চ’ মঞ্চায়ন
১৮ নভেম্বর শনিবার সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে সারাদেশের ন্যায় একযোগে গণজাগরণের যাত্রাপালা উৎসব অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় নিউ সোনার বাংলা নাট্যগোষ্ঠীর পরিবেশনায় মোক্তার হোসেনের পরিচালনায় ‘জননী জন্মভূমিশ্চ’ যাত্রাপালা মঞ্চায়ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার দিতি সাহা, কার্যনির্বাহী সদস্য ও অনন্যা নাট্যগোষ্ঠীর সভাপতি নাট্যজন শহীদ পাটোয়ারী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সভাপতি শুকদেব রায়, সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা কণ্ঠ শিল্পী কৃষ্ণা সাহা, সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের অধ্যক্ষ অনিমা সেন চৌধুরী, অনন্যা নাট্যগোষ্ঠীর সহ-সভাপতি হারুন আল রশীদ, সহ-সভাপতি জয়রাম রায়, সহ-সভাপতি হেলাল সুখ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী, অনুষ্ঠান সম্পাদক জসীম মেহেদী, অনুপম নাট্যগোষ্ঠীর সভাপতি গোবিন্দ মন্ডল, সাধারণ সম্পাদক কার্তিক সরকার, স্বরলিপি নাট্যগোষ্ঠীর সভাপতি এম আর ইসলাম বাবু, চাঁদপুর ড্রামার সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন ভূঁইয়া, মেঘনা থিয়েটারের সভাপতি তবিবুর রহমান রিংকু, সাধারণ সম্পাদক ডাঃ হারুন অর রশিদ, অপরূপ নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক সাধন চন্দ্র দত্ত, সাংস্কৃতিক সম্পাদক সপ্তমী রাণী দত্ত, বিবেকানন্দ যুব সংঘের সদস্য এটিও সুভাষ চন্দ্র সরকারসহ সকল নাট্যশিল্পী ও নাট্যামোদী দর্শক।
যাত্রাপালা মঞ্চায়নে যারা অভিনয় করেন : মোঃ সানাউল্লাহ, শামীম, কাজল মিয়া, আঃ রশীদ, জহির, জাকির, মোক্তার, মফিজ, মুক্তি রানী, গৌরি রানী, লাভলী আক্তার, জোসনা সহ আরো অনেকে। যন্ত্র সংগীতে : শাহীন মিয়া, রমজান, সাইজুদ্দিন, সাদেক ও সুকুমার। শব্দ ও আলো নিয়ন্ত্রণে : মামুন মুন্সী।