কচুয়ার পাড়াগাঁওয়ে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি
কচুয়ায় গাজী মোঃ মনির হোসেন নামের এক ব্যবসায়ীর গৃহে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ১১ নভেম্বর সন্ধ্যায় উপজেলার পাড়াগাঁও পণ্ডিত বাড়িতে এ চুরি সংঘটিত হয়। এতে ১৩ ভরি স্বর্ণ, নগদ আড়াই লক্ষ টাকা ও দামি কাপড়-চোপড় চুরি করে নিয়ে যায় চোরের দল। সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) রিজওয়ান সাঈদ ও কচুয়া থানার ওসি মোঃ ইব্রাহীম খলিল ঘটনাস্থল পরিদর্শন করেন।
সরেজমিনে জানা যায়, শনিবার সন্ধ্যায় গাজী মোঃ মনির হোসেনের স্ত্রী বাড়ির দরজা ও গেট তালা দিয়ে তার বাবার বাড়িতে যান। এ সুযোগে অজ্ঞাত চোর চক্র তালা ভেঙ্গে গৃহে প্রবেশ করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও দামি কাপড়-চোপড় নিয়ে যায়। চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান ক্ষতিগ্রস্তরা।
এছাড়া একইদিন সন্ধ্যায় গোহট হাজী বাড়ির বাবুল, মহিউদ্দিন ও রুহুল আমিনের রান্নাঘর থেকে একই বাড়ির সফিকুর রহমানের ছেলে মোশারফ হোসেন তাদের ব্যবহার করা হাড়ি-পাতিল, বালতি, বলসহ সিলভারের জিনিসপত্র চুরি করে রহিমানগর উত্তর বাজারে কামালের সিলভারের পণ্য বিক্রি করার দোকানে রাত আনুমানিক ১০টায় বিক্রি করতে গেলে দোকানদারের সন্দেহ হয়। এ সময় জেরার এক পর্যায় চোর মোশারফ চুরিকৃত মালামাল ফেলে পালিয়ে যায়। এ বিষয়ে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে।