মীম বনফুল মিষ্টির কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রক্রিয়াকরণের দায়ে চাঁদপুর শহরের মীম বনফুল মিষ্টির কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম। ২৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানটির পুরাণবাজারের লোহারপুল শো-রুম ও কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন জানান, মীম বনফুল মিষ্টির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রক্রিয়াকরণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে কারখানা যেন পরিষ্কার পরিচ্চন্ন ও স্বাস্থ্যকর থাকে সে বিষয়ে আইনগত কঠোর নির্দেশনা দেয়া হয়।
অভিযানে সর্বাত্মক সহযোগিতা করেন সিভিল সার্জন চাঁদপুর প্রতিনিধি জেলা স্যানিটারি ইন্সপেক্টর নজরুল ইসলাম, জেলা ক্যাবের দপ্তর সম্পাদক বিপ্লব সরকার এবং পুরাণবাজার ফাঁড়ি পুলিশ টিম।