• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

এবার স্বপ্ন নয় সত্যি : ট্রেন যাবে কক্সবাজার

প্রকাশ:  ২৫ অক্টোবর ২০২৩, ১৩:৫৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

এবার আর অপেক্ষা কিংবা স্বপ্ন নয়, দীর্ঘ প্রতিক্ষার ট্রেন যাবে কক্সবাজার। চাঁদপুর থেকে পর্যটন নগরী কক্সবাজারের উদ্দেশ্যে ট্রেন চালু হচ্ছে। জানা যায়, সব কিছু ঠিক থাকলে আগামী ১২ নভেম্বর থেকে এই রুটে ট্রেন চলাচল করবে চাঁদপুর থেকে চট্টগ্রাম রুটে দীর্ঘ ৩৮-বছর ধরে মাত্র ১টি ট্রেন আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস সরাসরি যাতায়াত করে আসছিলো। এই ট্রেনটি ভোর ৫টায় চাঁদপুর থেকে ছেড়ে চট্টগ্রামে পৌঁছায় সকাল সাড়ে ৯টায়। এরপর প্রায় ৮ ঘণ্টা চট্টগ্রাম স্টেশনে অলস সময় কাটিয়ে বিকেল ৫টায় চাঁদপুরের উদ্দেশে চট্টগ্রাম থেকে ছেড়ে আসতো।  তবে এর মাঝখানের এই দীর্ঘ ৭-৮ ঘণ্টা ট্রেনটি স্টেশনে অলস বসে না থেকে যদি চট্টগ্রাম পৌঁছার ২০ মিনিট পরই কক্সবাজারের উদ্দেশে ছেড়ে গেলে দুপুর ২টার মধ্যেই পৌঁছাতে পারে পর্যটন নগরী কক্সবাজার। এই সিদ্ধান্তই বাস্তবায়ন হতে চলছে আগামী ১২ নভেম্বর থেকে।

চাঁদপুর থেকে কক্সবাজার-চাঁদপুর ট্রেনের সময়সূচি :

চাঁদপুর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে যাবে ভোর ৫টায়, কক্সবাজার পৌছাবে দুপুর-২টায়।
কক্সবাজার থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে যাবে দুপুর ৩টায়, যা চাঁদপুর পৌঁছাবে, রাত ১০ টায়।

 

সর্বাধিক পঠিত