• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

২৫ অক্টোবরের সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা

প্রকাশ:  ২১ অক্টোবর ২০২৩, ১০:০০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আগামী ২৫ অক্টোবর চাঁদপুর স্টেডিয়ামে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) সংসদীয় আসনে গত তিন বছরে (২০২১-২০২৩) বাস্তবায়িত ও চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও উন্নয়ন সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের কদমতলাস্থ শিক্ষামন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু। তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অভূতপূর্ব উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরো বেগবান করতে আগামী ২৫ অক্টোবর চাঁদপুর স্টেডিয়ামে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) সংসদীয় আসনে গত তিন বছরে (২০২১-২০২৩) বাস্তবায়িত ও চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে। যথাসময়ে সকলের কাছে দাওয়াত কার্ড পৌঁছে যাবে। আগামী ২৫ অক্টোবর সকলে সম্মিলিত ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানে আসবেন।
চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশ্বাদ মিয়াজীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, মৈশাদী ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম পাটওয়ারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহিদা বেগম, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস, আলগী ইউপি চেয়ারম্যান মোঃ আতিক পাটওয়ারী, চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস লিটন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি প্রমুখ।
উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক হাসান ইমাম বাদশা, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডঃ হেলাল হোসাইন, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডঃ হুমায়ুন কবির সুমন, চাঁদপুর পৌর যুবলীগের আহ্বায়ক আঃ মালেক শেখ, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, রাজরাজেশ^র ইউপি চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী, শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু, কল্যাণপুর ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী, আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী, ইব্রাহীমপুর ইউপি চেয়ারম্যান হাজী কাশেম খান, চান্দ্রা ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শিমুল হাসান সামনু, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোঃ মোতালেব, আতাউর রহমান পারভেজ, চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম রেজওয়ানসহ আরো অনেকে।

সর্বাধিক পঠিত