• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সুশিক্ষায় শিক্ষিত হয়ে তোমরাই আগামী দিনে নেতৃত্ব দিবে

প্রকাশ:  ১০ আগস্ট ২০২৩, ১৪:১৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব দক্ষিণ পৌরসভাধীন মুন্সিরহাট কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান গত ৯ আগস্ট বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি এমএ আজিজ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মোঃ জসিম উদ্দিন মৃধা।
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, তোমরাই আমাদের ভবিষ্যৎ। সুশিক্ষায় শিক্ষিত হয়ে তোমরাই আগামী দিনে নেতৃত্ব দিবে।
তিনি বলেন, তোমরা চাকুরির চিন্তা না করে ভালো করে লেখাপড়া করো। ভালো ফলাফল করলে চাকুরির অভাব হবে না। আমাদের দক্ষ জনশক্তির অভাব রয়েছে। আমরা নিজেদেরকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএইচএম কবির আহাম্মেদ, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াছির আরাফাত ও এসিল্যান্ড তাছনিম আক্তার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কাশেম পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, মতলব পৌরসভার প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুল, মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছাখাওয়াত উল্যাহ, দাতা সদস্য শফিউদ্দিন আহম্মদ, কলেজ গভর্নিং বডির সদস্য মোঃ দেলোয়ার হোসেন হাজরা, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম হাজরা, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল পাটোয়ারী ও কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল। বিদায়ী ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন শারমিন আক্তার, একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ রোমান গাজী। শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ এমএ মালেক। দোয়া ও মিলাদ পরিচালনা করেন হাফেজ মোঃ ইসহাক তালুকদার। মিলাদ শেষে তবররুক বিতরণ করা হয়।

সর্বাধিক পঠিত