মালদ্বীপ আওয়ামী লীগের আয়োজনে ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইনের সংবর্ধনা
বাংলাদেশ আওয়ামী লীগ মালদ্বীপ শাখার আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির বিদ্যুৎখাত সংক্রান্ত কমিটির আহ্বায়ক, চাঁদপুর জেলা আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও পাওয়ার সেলের মহা-পরিচালক ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইনকে সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে গত ৭ আগস্ট সোমবার রাতে মালদ্বীপ দি ডেক রেস্টুরেন্টের হলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব দুলাল মাদবরের সভাপ্রধানে ও মালদ্বীপ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নূরে আলম রিন্টুর সঞ্চালনায় সংর্বধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ দুলাল হোসেন এবং ট্রাস্ট ব্যাংক লিঃ-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোসাম্মৎ সুরাইয়া তালুকদার (মনিকা)।
আমন্ত্রিত অতিথি ছিলেন মালদ্বীপ ন্যাশনাল ব্যাংকের লোকাল ডাইরেক্টর হান্নান খান কবির, ব্যবসায়ী মোহাম্মদ মজিবুর রহমান, ফেনী জেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মোহাম্মদ ফিরোজ আলম রিগান, ইউএস বাংলার কান্ট্রি ম্যানেজার, মোঃ শরিফুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন মালদ্বীপ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী সাদেক, সহ-সভাপতি মোঃ মনির হোসেন, ফাইজুর রহমান, শাহজালাল সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ নূরে আলম ভূঁইয়া, অর্থ বিষয়ক সম্পাদক গাজী জাহিদ, উপঅর্থ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক এনামুল হক জাকির, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য তোফাজ্জল হোসেন, মানিক হোসেন, বিলাল হোসেন, পারভেজ, আশিক, তুষারসহ নেতৃবৃন্দ।