• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নবাগত পুলিশ সুপারের সাথে চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মতবিনিময়

সংবাদপত্রের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ফটো সাংবাদিকরা

প্রকাশ:  ০৭ আগস্ট ২০২৩, ০৮:৩৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম (সেবা) বলেছেন, একটি ছবি অনেক তথ্য দেয়। একটি ছবি সমাজকে পরিবর্তনের জন্যে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মুক্তিযুদ্ধসহ অনেক সংগ্রামের ছবি আমাদের সেই পুরানো স্মৃতি মনে করিয়ে দেয়। আপনারা যারা সাংবাদিকতা করেন সংবাদপত্রের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ছবি। সেই ছবি তোলার দায়িত্ব হচ্ছে আপনাদের। তাই সংবাদপত্রের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ফটো সাংবাদিক তথা চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা (আপনারা)। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে যে কোনো সমস্যায় পুলিশ প্রশাসন পাশে থাকবে। একটাই উদ্দেশ্য চাঁদপুরে আইনশৃঙ্খলা সুষ্ঠু ও সুন্দর রাখতে হবে।
গতকাল রোববার ৬ আগস্ট বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও সদস্যদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
পুলিশ সুপার বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদকসহ কেউ ধরা পড়লে তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে আমরা কাউকে ছাড় দেব না। আমরা সকল থানায় নির্দেশনা দিয়েছি সেবা প্রত্যাশীদের ভালো আচরণ ও সর্বোচ্চ সেবা দিতে। কিশোর গ্যাংয়ের তথ্য সংগ্রহ করা হচ্ছে। পুলিশ দ্রুত সময়ে তথ্য দেয়ার ক্ষেত্রে কোনো ধরনের কৃপণতা করবে না। কোনো থানায় গিয়ে যদি কাক্সিক্ষত তথ্য বা ব্যবহার না পান, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় ও রাশেদুল হক চৌধুরী, ডিআইও-১ মনিরুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এম লতিফ, সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক কেএম মাসুদ, বর্তমান কমিটির সহ-সভাপতি এসএম সোহেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, সাংগঠনিক সম্পাদক মাওঃ আব্দুর রহমান গাজী, কোষাধ্যক্ষ কেএম সালাউদ্দিন, সদস্য মাসুদ আলম, মানিক দাস, বিমল চৌধুরী, মুহাম্মদ আলমগীর পাটোয়ারী, জামাল হোসেন আখন্দ, এমএম কামাল, সাইদ হোসেন অপু, আশিক বিন রহিম, শাহরিয়ার পলাশ, মুহাম্মদ ইব্রাহিম খান, ইমাম হোসেনসহ আরো অনেকে।

 

সর্বাধিক পঠিত