• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩

পোনামাছ অবমুক্তকরণ ও সফল মৎস্য চাষীদের মাঝে শিক্ষামন্ত্রীর পুরস্কার বিতরণ

প্রকাশ:  ৩১ জুলাই ২০২৩, ০৯:০৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’-এই শ্লোগানকে সামনে রেখে চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষ্যে সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুলাই শনিবার সকাল ১১টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ বাস্তবায়ন সম্পর্কিত চাঁদপুর জেলা কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী বলেছেন আমাদের এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না। যার একটু জলাধার আছে, তাতে মাছ চাষ করেন। আজকে দেশে মাছের উৎপাদন দ্বিগুণ বেড়েছে। অবকাঠামো গত উন্নয়নে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, পাশাপাশি খাদ্য উৎপাদন, সবজি উৎপাদন, পুষ্টি বিকাশ ও মৎস্য চাষেও সেভাবে এগিয়ে যাচ্ছে। মৎস্য চাষে বাংলাদেশ বিশ্বে শীর্ষ উৎপাদনকারী দেশগুলোর একটি।
তিনি বলেন, বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়াকে অব্যাহত রাখা দরকার। এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার নেতৃত্বই আমাদের দরকার। অতএব শেখ হাসিনার সরকার বারবার দরকার। তাহলে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে হবে।
মন্ত্রী বলেন, মৎস্য অধিদপ্তর  অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে চলেছে। সে কারণে আজকে মৎস্য সম্পদের ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশের হতদরিদ্র মানুষও এখন কিছুটা হলেও মাছ খেতে পারছে। আমাদের আমিষের চাহিদা পূরণ হচ্ছে। মানুষের স্বাস্থ্যের উন্নয়নে ব্যাপকভাবে একটা অবদান রাখছে। আমাদের অর্থনীতিতেও মাছ চাষ বিশাল অবদান রাখছে। তাই আমাদের এই মৎস্য চাষকে আরো বেশি নিরাপদ করতে হবে। যারা মাছ উৎপাদন করছেন তারা খেয়াল রাখবেন, যেন মাছের খাবারটা নিরাপদ হয়। সকল চাষীকে নিরাপদ উপায়ে মাছ চাষের জন্যে আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, জেলা পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের বিভাগীয় উপ-পরিচালক মোঃ আব্দুস ছাত্তার ও  সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান। স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান।
সভায় কোস্টগার্ড চাঁদপুর  স্টেশন কমান্ডার  লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান, চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তাসহ পেশাজীবী ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জেলে ও মৎস্য দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাইমচর উপজেলা মৎস্য অফিসার মাহবুব রশিদ।
আলোচনা শেষে মৎস্য উৎপাদন ও গুণগত মানের পোনা উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ চাঁদপুর জেলার ৯ জন সফল মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয়। শিক্ষামন্ত্রী তাদের  হাতে  সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। এই পুরস্কারপ্রাপ্তরা হলেন : চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ তাজুল ইসলামের ছোট ভাই ফরাক্কাবাদ গ্রামের মোঃ ফারুক মৎস্য উৎপাদন (কার্প তেলাপিয়া মাছ), হাইমচরের ভিঙ্গুলিয়া গ্রামের  মোঃ বশির উল্লাহ পাঠান (কার্প তেলাপিয়া), কচুয়া উপজেলার হারিচাইলের মোঃ মহিন উদ্দিন (মনোসেক্স তেলাপিয়া মিশ্র চাষ), মতলব উত্তরের সাদুল্লাপুরের এবিএম নাসির উদ্দিন সরকার (রুই জাতীয় মাছের মিশ্র চাষ), শাহরাস্তির সুভাষ চন্দ্র বর্মন (রুই মাছের গুণগত মানের পোনা উৎপাদনে), মতলব দক্ষিণের খিদিরপুরের মোঃ চাঁন মিয়া তালুকদার (কার্প তেলাপিয়া, শিং, মাগুর মিশ্র চাষ), মতলব দক্ষিণের খিদিরপুরের মোঃ মাসুদ পাটওয়ারী (রুই মাছের গুণগত মানের পোনা উৎপাদন), হাজীগঞ্জের পাতানিশ গ্রামের মোঃ  শহীদ  (রুই জাতীয় মাছের মিশ্র চাষ) ও ফরিদগঞ্জের ষোলদানা গ্রামের মোঃ বুলবুল আহমেদ (পাঙ্গাস তেলাপিয়া মিশ্র চাষ)। সভা শুরুর আগে চাঁদপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণের পুকুরে পোনামাছ অবমুক্তকরণ করেন প্রধান অতিথি।
উল্লেখ্য,গত ২৫ জুলাই থেকে শুরু হয় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩, যা বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে ৩০ জুলাই সম্পন্ন হয়।

 

সর্বাধিক পঠিত